রামগতির পোড়াগাছা ইউনিয়নে বাল্যবিবাহ ও জঙ্গীবাদকে লাল কার্ড

রামতি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় চর পোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, পোড়াগাছা ইউপি চেয়ারম্যান মো: নুরুল আমিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমূখ। সভায় অংশ গ্রহন করেন উক্ত ইউনিয়নের প্রাথমিকের প্রধান শিক্ষকগণ, কাজী, সমাজের প্রতিনিধিগণ, ইউপি সদস্যরা সহ কয়েক হাজার শিক্ষার্থী।
এ সময় উপস্থিত সকলে একযোগে দুই হাত তুলে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার শপথ নেন এবং বাল্য বিবাহ ও জঙ্গীবাদকে লাল কার্ড দেখান।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ