মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফাকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
বিদ্যালয় সুত্র জানায়, উপজেলার পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক গোলাম মোস্তফা একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুযোগে যৌন নির্যাতন চালায়। সোমবার সকালে বিষয়টি ছাত্রীর চাচা বাবু মিয়া ওই শিক্ষকের কাছে জানতে গেলে লাঞ্ছিত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এতে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
ওসি রেজাউল ইসলাম খান জানান, ‘ছাত্রীর বাবা ছানোয়ার হোসেন বাদি হয়ে সোমবার রাতে থানায় এজাহার দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়। মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
সরিষাবাড়ীতে ছাত্রীকে যৌন হয়রানিকারী লম্পট শিক্ষক গ্রেফতার
Tuesday, May 30, 2023