ইলিশ ধরার অপরাধে ভোলায় ৫ জেলের কারাদন্ড

ভোলা প্রতিনিধি ॥ সরকারি নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ২ জেলেকে ১ বছর এবং ৩ জেলেকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ০৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৃধা মোজাহিদুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে পারভেজ ও হারুনকে ১ বছর এবং আক্তার, আনোয়া ও সবুজকে ১ মাসের করাদন্ড দেয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেঃ কমান্ডার বিএন ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি রমাধ্যমে তিনি জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসাবে কোস্টগার্ড দুটি পৃথক অপারেশন টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় মেঘনার তুলাতলী ও ইলিশা পয়েন্ট থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল, একটি ট্রলারসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত ৫ জনকে কারাদন্ড এবং ২ জেলের বয়স কম থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়াও চরফ্যাশনে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করে তাদের কাছ থেকে ৭ হাজার টাকা জমিনা আদায় করা হয়।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসূমে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইশিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করা করা হয়েছে।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ