বান্দরবান খিয়ং ওয়া কিয়ং রাজগুরু বিহারে হাজার প্রদীপ উদযাপন প্রস্তুতি কাজ সম্পন্ন

চাইথোয়াইমং রৌদ্র বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানেরর খিয়ং ওয়া কিয়ং রাজগুরু বিহারে এক সপ্তাহ অাগে থেকে বিভিন্ন রং বেরংঙ সাজিয়ে অাজ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে বলে সকালে ঘুরে এসে দেখে বর্তমানে বিহারধ্যক্ষ   উগুনাভন্ড ভিক্ষু বলেন প্রতিবছর তুলনায় এবছর ও অামরা সবাই দায়ক দায়িকাসহ এলাকার বৌদ্ধ ধর্মের প্রাণের মানুষেরা সহযোগিতায় অামরা ঝাগজমাট হাজার প্রদীপ প্রজ্জলন উসৎব পালন করতে যাচ্ছে। বিকালে সন্ধ্যা হাজার প্রদীপ মোট চার হাজার মোম অালোকিত প্রজ্জলন জালানো হবে বলে এক দায়ক হাজার প্রদীপ দায়িত্ব কর্তব্যরত তিনি জানিয়েছেন।এরপর সন্ধ্যা হাজার প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে প্রবারণা শুরু ও পালন করবে এলাকার বৌদ্ধ ধর্মেরলম্বিরা যথারীতি ভাবে পালন করা এবং অায়োজনের খিয়ং ওয়া কিয়াং উদ্যােগে অনুষ্ঠান শুরু।এক দায়ক জানান পঞ্চশীল প্রাথর্ণা সবাই পালন ও প্রদীপ পুজাসহ অন্যান্য পূজা করে  থাকে।শেষে গৌতম বুদ্ধেরর অনুসারী হয়ে অাকাশের ফানুস উড়ানো হবে বলে দায়ক জানিয়েছেন।ধর্ম যার যার উৎসব সবার।জগতের সকল প্রাণী সুখী হউক।সব্বে সত্তা সুখিতা হোন্ত।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ