ভোলার বোরহানউদ্দিনে অটোরিক্সার চাপায় শিশু নিহত

ভোলা প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে ব্যাটারী চালিত অটোরিক্সার চাঁপায় শিমা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুওে বোরহানউদ্দিন-দেবীরচর অভ্যন্তরীন সড়কের সাচড়া ইউপি কার্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সড়কে রাস্তা পারারের সময় একটি দ্রুত রিক্সা এসে শিশু শিমাকে চাপায় দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিমা উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্বার মীরের মেয়ে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, তবে তারা থানায় কোন অভিযোগ দেয়নি। এদিকে সড়ক দুর্ঘটনায় শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছাড়া নেমে আসে।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ