ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপির ৪৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা ছাত্রদল। ১০ অক্টোবর মঙ্গলবার সকালের দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিনের নেতৃত্বে শহরের ওবায়দুল হক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোব মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সহ-সভাপতি হাফিজুর রহমান তসলিম, আল-আমিন মিঝি, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মনির, আশরাফুল আলম ফিরোজ, কোষাদক্ষ্য আব্বাস উদ্দিন টিটু, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আলম রবিন চৌধুরী, আব্দুল লতিফ টিটু, মোঃ সফি, পৌর ছাত্রদল নেতা হারুন অর রশিদ সুমন, মোঃ ইসরাফিল, শাকিল, নাছিম, রহমান, গিয়াস, কলেজ ছাত্রদল আহ্বায়ক জাহাঙ্গীর আলম শরীফ, যুগ্ম আহ্বায়ক মামুন প্রমূখ।
উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে ২ বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে ৮ জন পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গত সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ