লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ১০/১০/২০১৭ইং তারিখে রাত ১১:৫০ মিনিটের সময় আগুন লেগে ছাই ৮ থেকে ১২ দোকান। দোকান মালিকেরা যানান, সময়মত ফায়ার সার্ভিস না আসায় আগুন নিয়র্ন্তনে আনতে সময় বেশি লাগাতে দোকান গুলো ঝলে চাই হয়ে গেছে। নাম করা দোকান,,, তামীম বস্ত্রালয়,মা কলি বস্ত্রালয় ,ওহাব বস্ত্রালয়,আল সৈয়দ,আরো অনেক গুলো । অবশেষে ফায়ার সার্ভিস লক্ষ্মপুর ও রামগিত ইউনিট রাত ১টার দিকে আগুন নিয়র্ন্তনে আনেন।এতে ক্ষতির পরিমান প্রায় দশ কোটি টাকা ।
লক্ষীপুরের কমলনগর হাজিরহাট বাজারে আগুণ,ক্ষতির পরিমান প্রায় দশ কোটি টাকা
Sunday, May 28, 2023