লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চর জাঙ্গালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দু-পক্ষের সংঘর্ষে ৭জন আহত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার লরেন্স এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের আহতরা হলেন, আবুল কালাম (৬০) ছাইফ উল্যাহ (৫৭) রবিন (১৮), মিনোয়ারা বেগম, দেলোয়ারা বেগম, মামুন(৩৫) কাশেম(২৫)। আহতদের মধ্যে ৫জন সদর হাসাপাতাল ও ২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ও কাজ বন্ধ করে দেন। জানাযায়, চর জাঙ্গালিয়া মৌজার ৭১৯ দাগের ১৬শতাংশ জমির দাবীদার সুলতান গং। দীর্ঘ ৩০ বছর যাবত জমিটি তার দখলে রয়েছে। প্রতিপক্ষ আবদুল মন্নান বিরোধী জমিতে জোর পুর্বক বাউন্ডারি ওয়াল নির্মান করার সময় সুলতান গংরা বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবী উক্ত জমি নিয়ে দু-পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। কাগজপত্র পর্যালোচনা করে প্রকৃত মালিক যেন জমিটি পান এমন প্রত্যাশা করছেন। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, দু-পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বিরোধীয় জমির বাউন্ডারি ওয়াল নির্মানের কাজ বন্ধ করা হয়। তাদেরকে কাগজপত্র পর্যালোচনা করে কাজ করার পরামর্শ দেন।

আরও পড়ুন

Thursday, June 8, 2023

সর্বশেষ