রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা মৎস্য দপ্তর ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে বিপুল পরিমান কারেন্ট জাল, বিহুন্দি জাল, চর ঘেরা জাল, বাঁধা বা বিহুন্দি জালসহ আহরন নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিভিন্ন সময়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল ও পোনা জব্দ করা হয়। অভিযানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: জসিম উদ্দিন, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার নূরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্সগণ।
জব্দকৃত জাল ও পোনা আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় এনে উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর উপস্থিতিতে জালে অগ্নিসংযোগ করা হয় এবং মাছের পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
জব্দকৃত জালগুলো হলো বিহুন্দি জাল ২ টি, চর ঘেরা জাল ১ হাজারর মিটার, চিংড়ির ধরার নেট ৩ হাজারটি, মশারী জাল ১৬ টি ও কারেন্ট জাল ২১ হাজার মিটার এবং ৩ কেজি জাটকা ইলিশ মাছ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
রামগতিতে অবৈধ চিংড়ি পোনা ও নিষিদ্ধ জাল আটক
Sunday, May 28, 2023