নীলফামারী প্রতিনিধি । নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি’র বার্ষিক বনভোজনে অনুষ্ঠিত র্যাফেল ড্র’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জলঢাকা রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে জলঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মৃত্যুঞ্জয় রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি নুর আলম সিদ্দিকী দুলাল, জলঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাধারন সম্পাদক শাহজাহান কবীর লেলিন,জেলা রিপোর্টার্স ইউনিটি’র সদস্য আবু হাসান,একরামুল হক লাবুসহ জলঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সকল সদস্যগন। অনুষ্ঠানে জলঢাকা সাবরেজিষ্ট্রারি অফিসের দলিল লেখক সুবাশ চন্দ্রকে প্রথম পুরস্কার ল্যাপটপ এবং ১৫ জনকে বিভিন্ন পুরস্কার বিতরন করেন অতিথিরা।