নিলফামারী প্রতিনিধি।l আজ মঙ্গল বার ২২শে মে ২০১৮ (LAMB SHOW) ল্যাম্ব শো প্রকল্প আয়োজিত ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ হল রুমে “কমিউনিটি ক্লাব বেইজড ইভেন ফর পিয়ার এডুকেটর”দিন ব্যপী কৈশোর বান্ধব কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন অত্র ইউনিয়নের ১৩ জন কিশোর ও ১৩ জন কিশোরী।“কৈশোর বান্ধব, মা ও নবজাতক, শিশুস্বাস্থ্য এবং কৈশোর প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন করনীয় বিষয়ক কর্মশালা” কর্মশালাটি প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রদর্শণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব শো প্রকল্পের এফসি মোঃ আনিছুর রহমান (আনিস), কমিউনিটি হেলথ ওর্য়াকারা(CHW), পরিবার কল্যাণ পরিদর্শীকা(FWV) জনাব রিনা বেগম এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর (UH&FWC-MC) এর সভাপতি জনাব মোঃ আমিনুর রহমান চেয়ারম্যান ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন।এছাড়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সকল ব্যাক্তি উপস্হিত ছিলেন।
ডিমলার ঝুনাগাছচাপানীতে কৈশোর বান্ধব কর্মশালা অনুষ্টিত।
Wednesday, May 31, 2023