যখন আমি থাকবোনা।

যখন আমি থাকবোনা
শিমু আক্তার
যখন আমি হারিয়ে যাবো দূর পাহাড়ের দেশে
আমায় তুমি খুজে পাবে সূর্যাস্তের মাঝে
যখন নিঃসঙ্গ লাগবে স্মরণ করো আমায়
ছায়া হয়ে সঙ্গ দেবো তোমায়

যখন অনেক রোদ্দুর মাঝে ঘাম ঝরবে গায়ে
শীতল বাতাস হয়ে আমি মিশবো তোমার গায়ে

যখন পড়বে আমায় মনে,
আকাশ পানে চেয়ে দেখো জ্বলছি তারা হয়ে

যখন তুমি ছটফট করবে চিন্তিত হয়ে
তোমার মাথায় হাত বুলাবো অনেক যত্ন করে

দুঃখগুলো যাবে চলে আমার ছোঁয়া পেলে।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ