সে আসবে –

কবিতা সংকলন –সে আসবে — সে আসবে – আসবে আসবে করে প্রতীক্ষায় কি ভয়ে ভয়ে রাত জেগেছিলাম। সে আসছে শুনে মনে অনেক ভয়। সে এসেই যদি যায় আমার এই প্রিয় দেশের, যেন কিছুই না হয়। সে আসবে শুনে এখনো বসে আছি। সে আসলে কি করবে মনে শুধু সেই ভাবনায়। গত রাত থেকে, কত ঘণ্টা , কত মিনিট, কত সেকেন্ড আর বাকী, সে আসবে তাই পথ চেয়ে থাকি। সে আসবে বলে, আজ ভয়ে ভয়ে তার নাম সকলের মুখে শুনি, আবার খবর, মাইকিংয়ে যে আসবে বার বার বলে তার নাম ফণী,ফণী, ফণী। সে আসবে —- লেখক —

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ