পাবনা জেলা প্রতিনিধি, প্রয়াস নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র আব্দুল লতিফ হলের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ।
মিজান আতাইকুলা থানার কুচিয়ামারা গ্রামের মকলেছুর রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে মিজানের নিজ বাড়ি কুচিয়ামারা থেকে গ্রেফতার করে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, মিজানের বিরুদ্ধে ৭টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন।