আটঘরিয়ায় আ’লীগ নেতার মৃত্যু: উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন মহলের শোক

ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি,প্রয়াস নিউজ: আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আলহাজ্ব ইউনুস আলী মুনসি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রাজিউন………..। বুধবার (১৮ সেপ্টেম্বর ) আনুমানিক রাত ৩ ঘটিকায় তিনি ঢাকায় তার বড় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রি, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পারিবারিক সূত্রে জানতে পারা যায় , মরহুম ইউনুস আলী মুনসি সম্প্রতি প্রবিত্র কাবা ঘর তাওয়াফ করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। হজ্জ শেষ করে ঢাকায় আসার পর শারীরীক অবস্থার আরও অবনতি ঘটলে তিনি তার বড় মেয়ের বাসায় উঠেন। পরে তাহার পায়ে ক্ষত সৃষ্টি হলে সেখানে অপারেশন কারান। সেখানে মেয়ের বাসায় তার মৃত্যু হয়। তবে তার পরিবার জানান ইউনুস আলী মুনসি সুস্থ অবস্হায় হজ্জ পালন করতে গিয়েছিলেন। মরহুম ইউনুস আলী মুনসির নামাজের জানাজা বুধবার (১৮ সেপ্টেম্বর ) বাদ জোহর গোড়লী ঈদগা মাঠ ময়দানে অনুষ্ঠিত হয়।পরে গোড়লী কবরস্থানে তার দাফনের কাজ সম্পূর্ণ করা হয়। তিনি দেবোত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, শিক্ষানুরাগী, সমাজসেবী ছিলেন। এ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন- আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চল মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হেলাল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার ও সম্পাদক গোলাম মওলা পান্নু, দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী শেখ,সাবেক দেবোত্তর ইনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ লোকমান, দেবোত্তর ইনিয়ন ছাত্রলীগের সভাপতি, ইব্রাহীম খলীল সহ প্রমুখ।এক শোক বার্তায় মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, মরহুম ইউনুস আলী মুনসি ছিলেন এ অঞ্চলের রাজনীতি তথা শিক্ষা ও সমাজ সেবায় এক উজ্জ্বল নক্ষত্র। উনি আজীবন এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে গেছেন। উনার মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হলো, সেটি নিঃসন্দেহে অপূরণীয়। তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ