ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি, প্রয়াস নিউজ :ওপেন হার্ড সার্জারী,ডায়াবেটিকস,পায়ের ইনফেকশনজনিত কারনে আটঘরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলিউজ্জামান আলী ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আটঘরিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার সকাল ১১টা ১০মি:অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি অসুস্থ হবার পর দেশে এবং দেশের বাহিরে দীর্ঘদিন চিকিৎসা সেবা নিয়েছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আসর জানাজা শেষে তাকে চাঁদভা স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আলীউজ্জামান আলীর মৃত্যুতে আটঘরিয়া উপজেলা,পৌর আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করেছেন এবং সেই সাথে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আটঘরিয়ায় পৌর আওয়ামীলীগ সভাপতির মৃত্যু
Wednesday, May 31, 2023