মলম পাটির খপ্পরে সাংবাদিক শাহরিয়ার

নিজস্ব ডেক্স : লক্ষ্মীপুর থেকে চাঁদপুর হয়ে ঢাকায় যাওয়ার পথে মলমপাটির খপ্পরে পড়ে নিঃস্ব সাংবাদিক শাহরিয়ার কামাল।

শাহরিয়ার কামাল বলেন, তিনি লক্ষ্মীপুর থেকে চাঁদপুর হয়ে অফিসের কাজে লঞ্চে ঢাকায় যাওয়ার পথে কে বা কারা তাকে অচেতন করে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা যাত্রাবাড়ি একটি পাইভেট হাসপাতালে ভর্তি করান। জ্ঞান ফেরার পর মলমপাটির ফাঁদে পড়েছেন বিষয়টি জানতে পারেন। এসময় তার সাথে থাকা টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র খপ্পর বাহিনী নিয়ে যায় বলে তিনি জানান।

তিনি কিছুটা সুস্থ হলে গ্রামের বাড়ী লক্ষ্মীপুরের কমলনগরে ফিরে আসেন। এবংঅসুস্থতা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করানো হয়। তিনি র্বতমানে সেখানে চিকিৎসাধিন রয়েছেন।

শাহরিয়ার কামাল জাগো লক্ষ্মীপুর অনলাইন পোটালের সম্পাদক ও বাংলাদেশের খবর প্রত্রিকার কমলনগরের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

প্রয়াস নিউজ /টি2

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ