সফিজল ইসলাম দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি নির্বাচিত

ভোলা প্রতিনিধি-ঃ

দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সফিজল ইসলাম। গত ১৬ নভেম্বর বিকালে জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আ.লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে তাকে সভাপতি নির্বাচিত ঘোষণা করেছেন ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় উপস্থিত ছিলেন,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম খান,উপজেলা আ.লীগের সাধারণ আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য,সফিজল ইসলাম  ১৯৯১ ইং সাল থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত সফলতার সাথে উত্তর জয়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে

দ্বায়িত্ব পালন করে আসছেন।

এদিকে সফিজল ইসলামকে সভাপতি নির্বাচিত করে তার ত্যাগের মুল্যায়ন করেছেন বলে নেতা-কর্মীরা জানান।এ জন্য তারা সাংসদ আলী আজম মুকুলকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ