ভোলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে চলছে সন্ত্রাসী তান্ডব

ভোলা প্রতিনিধি ঃ-

ভোলা সদর উপাজেলাধীন রাজাপুর ইউনিয়নে চলছে সন্ত্রাসী তান্ডব। রাজাপুর ইউনিয়নের কৃষক লীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চকিদার, তোফাজ্জল বয়াতি, ইয়াসিন ভূইয়া, সুজন অালী মাঝি, জবেদ অালী চকিদার, ইউসুফ, দুলাল খনকারসহ অারো অর্ধশতাধিক ভুক্তভোগী সাংবাদিকের কাছে রাজাপুরের কুখ্যাত জলদস্যু, ভূমিদস্যু চেয়ারম্যান মিজানুর রহমানের ভয়াবহ দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য তুলে ধরায় রাজাপুরের ইউনিয়নের সাধারন জনগন চেয়ারম্যানের হুমকির মুখে রয়েছে।কৃষক লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন জানান, মিজান চেয়ারম্যানের নেতৃত্ব সন্ত্রাসী নাসির সর্দার গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকের কাছে দুর্নীতির তথ্য দেওয়ার তাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। নাসির সর্দার তাদের এই বলে হুমকি দিচ্ছে যে, অামরা অাওয়ামী লীগ করি, অামাদের দল ক্ষমতায়, অামরা যা খুশি তা করবো তোদের বাবার কি? এরই মধ্যে নাসির সর্দার দুলাল খনকারকে ৩-৪ বার গায়ে অাঘাত করার চেষ্টা করে। রাজাপুর ইউনিয়নের সাধারণ জনগন জানান, এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তারা সবসময় অাতঙ্কে থাকেন। তারা বলেন এলাকায় তার রয়েছে একটি বিশেষ বাহিনী। তাদের কাজ চেয়ারম্যানকে দুর্নীতির জন্য সহায়তা করা। চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাচতে রাজাপুরের সাধারণ জনগন ঊনসত্তরের গনঅান্দোলনের মহানায়ক, সাবেক সফল বাণিজ্যমন্ত্রী, বর্তমান সফল সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মাননীয় তোফায়েল অাহম্মেদের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ