মোঃ ইসহাক, গোদাগাড়ী, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে করলেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সদর ডাইংপাড়া ফিরোজ চত্বরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে নিজেই জীবানুনাশক স্প্রে করে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানিয়ে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন এই দুর্যোগ সময়ে শ্রমজীবি মানুষের পাশে দাড়াতে হবে। এসব মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌছে দিতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সংসদ সদস্যর নির্দেশে উপজেলায় গঠিত ফান্ডে ব্যাক্তিগত ভাবে ১ লাখ টাকা অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম,পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম,পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানা প্রমূখ।
গোদাগাড়ীতে জীবানুনাশক স্প্রে করলেন এমপি ফারুক চৌধুরী।
Sunday, May 28, 2023