ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি।। প্রয়াস নিউজ : আজ মঙ্গলবার (১৯ মে) পাবনা জেলার ৯ টি উপজেলায় এ পর্যন্ত কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্তের ফলাফল- পাবনা সদর-৫, আটঘরিয়া – ০০, ঈশ্বরর্দী – ০০, চাটমোহর – ৩, সাঁথিয়ায়-২, ভাঙ্গুড়ায় – ০৩, সুজানগর -১, ফরিদপুর -২, বেড়া – ১, এ নিয়ে পাবনায় সর্বমোট রোগী শনাক্ত হয়েছেন ১৭ জন।
শনাক্ত ১৭ জনের মধ্যে করোনা জয় করে বাসায় ফিরেছেন জহুরুল ইসলাম নামের এক রোগী। তার বাড়ি চাটমোহর উপজেলার বামন গ্রামে। এ ছাড়া গত কয়েকদিনে ১৬ জন রোগীর মধ্যে নতুন করে কেউ সুস্থ হয়নি বলে দাবি করেছেন পাবনা সিভিল সার্জন অফিস।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী গতকাল সোমবার ২৭ জনের নমুনা রিপোর্ট পাঠানো হয়েছে। এ পর্যন্ত পাবনা থেকে মোট নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ১শত ৪০ জন এর মধ্যে ৭১৩ টি নমুনা এসেছে তার মধ্যে ১৭ জনকে পজেটিভ পাওয়া গেছে বলে এক মুঠো ফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন ডাঃ মোহাম্মদ রহিম উদ্দিন মৃধা মেডিকেল অফিসার সমন্বায়ক সিভিল সার্জন অফিস পাবনা। বাকী রিপোর্ট নেগেটিভ এসেছে এবং এখনও কিছু রিপোর্ট পেন্ডিং রয়েছে। পাবনায় হোম কোয়ারেন্টিনে ছিলেন ৩০৯৫ জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৭৯০ জন। পাবনায় আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস। বাংলাদেশ গত ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত সর্বশেষ বাংলাদেশ রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ২৩ হাজার ৮ শত ৭০ জন। দেশের মোট মৃত্যু ৩ শত ৪৯ জন। একদিনে সর্বোচ্ছ মৃত্যুর রেকট ২১ জন।
পাবনা এখন পর্যন্ত স্বাস্থ্য ঝুঁকি এরিয়ে বাংলাদেশের মধ্যে ২য় স্থানে অবস্থান করছে।
পাবনার ৯উপজেলার ৭ টি তে করোণা আক্রান্ত ১৭ জন
Sunday, May 28, 2023