আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এর বহিষ্কারসহ বিচারের দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন।

আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এর বহিষ্কারসহ বিচারের দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন

পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফুর মিয়ার বিভিন্ন দুর্নীতির তথ্য প্রকাশ করায় তিনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ৬১ নং সড়াবাড়িয়া সপ্রাবির প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা – উপজেলার সভাপতি রইচ উদ্দিন রবির উপর সন্ত্রাসী হামলা চালালে জেলা ও উপজেলা শিক্ষক সমিতি মানববন্ধন করে.  উক্ত চেয়ারম্যান কে বহিষ্কারসহ বিচার দাবী করে জেলা প্রশাসক পুলিশ সুপার .উপজেলা চেয়ারম্যান.  উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে স্মারক লিপি দিলেও উক্ত চেয়ারম্যান কে বহিষ্কার বা তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়!             রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষকবৃন্দ ১৬/০৮/২০২০ খ্রিঃ তারিখে নাটোর জেলা সদরে সমবেত ( সামাজিক দুরত্ব বজায় রেখে)  হয়ে ঘটনার প্রতিবাদ জানান। প্রতিবাদ সভার মাধ্যমে আবারও উক্ত চেয়ারম্যান এর বহিষ্কারসহ বিচারের দাবী জানান। কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ – সভাপতি   হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা – উপজেলার সভাপতি / সম্পাদকব়ৃন্দ !:

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ