ইব্রাহীম খলীল,পাবনা জেলা প্রতিনিধি: পাবনায় সদক দূর্ঘটনায় রবিউল ইসলাম( ৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১০ এপ্রিল পৌনে ৪ টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের ফলিয়া তালেব মাষ্টারের বাড়ির সামনে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাঘটে। নিহত রবিউল ইসলাম চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে। পুলিশ ও প্রতাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রবিউল ইসলাম আরটিআর পাবনা -(ল ১১-৮৩১৩) গাড়ি নিয়ে পাবনা যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
মোটরসাইকেলটি দূমরেমুছরে য়ায়। ঘটনা স্থলেই রবিউ ইসলামের মৃত্যু হয়।
পাবনায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।
Sunday, May 28, 2023