ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা। 

ভোলা প্রতিনিধি ॥ মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের সভাপতি নিরমল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু (অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২১ ইং) তারিখে এ নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগ এর কার্যক্রমকে আরো বেগবান ও গতশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গঠনতন্ত্র অনুযায়ী ভোলা জেলা শাখার কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলার অন্তর্গত কোনও ইউনিট নতুন কমিটি ঘোষণা করতে পরবে না।

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ