জলঢাকায় ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক। 

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আশরাফুল হকের নেতৃত্বে অভিযানকারী একটি দল পৌরশহরের মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আমরুলবাড়ী এলাকার রশিদুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া কিবু (৪০) ও গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে শানিনুর রহমান শাহিনকে (২৭) আটক করে।
এসময় গোলাম কিবরিয়া কিবুর কাছে ২০০ পিস ইয়াবা,নগদ দশ হাজার টাকা ও শানিনুর রহমান শাহিনের কাছে ৫০ পিস ইয়াবা এবং নগদ দুই হাজার টাকা পাওয়া যায়।
তাদের আটকের পর রাতেই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে জলঢাকা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। মামলা নং ২১।মাদকসহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আশরাফুল হক।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ