ঠাকুরগাঁওয়ে এনামুল হকের হত্যাকান্ডে চিরিরবন্দরে ৩ জন আটক। 

মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় নিশংস ভাবে খুন হওয়া দিনাজপুরের চিরিরবন্দরের এনামুল হকের হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এ লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ছেলে নাহিদ হোসেন বাদি হয়ে ৫ জনসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গত ২৮ সেপ্টেম্বর/২১ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩ টা হতে ৪ টার মধ্যে তাদের নিজ নিজ বাড়ি হতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আটক করেছে। আটককৃত হলেন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের তেলী পাড়ার মোঃ আছর উদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের মনসুর আলীর ছেলে আকতার হোসেন (৩৫) ও হত্যাকান্ডের শিকার এনামুল হকের বিমাতা ছোট ভাই জিয়াউর রহমান (৩৫)।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আবদুস সামাদ জানান, পলাতক অন্য আসামীদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানো হচ্ছে। ঘটনায় প্রকৃত তদন্ত করে যেই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।
অপরদিকে গতকাল ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টায় চিরিরবন্দর আন্ধারমূহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম এনামুল হকের নামাজে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের দিনাজপুর- ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের ধারে ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা এলাকা থেকে এনামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

Monday, May 29, 2023

সর্বশেষ