বরিশাল ব্যুরো চিফঃ শিক্ষক ও শিক্ষা ব্যাবস্থার অসংগতি নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্র দি মাস্টার এর পরিচালক জসিম উদ্দিন ইমন তার নিজেকে ও টিমকে প্রস্তুতি গ্রহনের জন্য বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন যা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রশংসা পেয়েছে।
তাছাড়া বেশ কিছু নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন, তার নির্দেশনায় উল্লেখযোগ্য চলচ্চিত্র মানুষ, কুরিয়ে পাওয়া সিম, হিতে বিপরীত, অব্যক্ততা,আপন মানুষ, সহ আরো অনেক নির্মান। উল্লেখ্য তার পরিচালনায় আপন মানুষ নাটকটি ইউটিউব চ্যানেলে বেশ জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। তার নির্মিত নাটকগুলো সমাজের বিভিন্নি শ্রেনির মানুষের জীবন কাহিনী ফুটে ওঠে। তার নাটকের দর্শকদের ভালোবাসার উপহার হিসেবে
আজ তার জন্মদিন এবং আজকে মুক্তি পেলো নাটক ই- টয়লেট। সোহেল রানার রচনায়, জসিম উদ্দিন ইমন এর পরিচালনায় নাটক “ই- টয়লেট” এ নাটকটিতে ফুটে উঠেছে অনেক আধুনিক কনসেপ্ট। অদূর ভবিষ্যতে মানুষ যখন সপরিবারে কর্মব্যস্ত হয়ে পড়বে তখন বিভিন্নমুখী সমস্যায় পতিত হবে। তারই কিছু সমস্যা ও সমাধান নিয়ে নির্মিত ই-টয়লেট।
চমৎকার ফ্রেমিং, নান্দনিক লোকেশন এবং নতুন মুখদের সাবলীল অভিনয় প্রশংসনীয়। ই টয়লেট নাটকটিতে অভিনয় করেছেন নাইম,রুপা,নির্জন, ইভা,লামিয়া, রুমি, মলয়,নর্জন সহ অনেকে। নাটক সম্পর্কে নির্মাতা বলেন, আসলে আমাদের বরিশালে বসে কাজ করা কঠিন এখানে ভালো ক্যামেরা,লাইট,প্রডাকশন হাউস টেকনিক্যাল টিম ও প্রযোজক নেই,খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে।
তিনি আরও বলেন যেহেতু দি মাস্টার চলচ্চিত্র একটা বড় ক্যানভাসের তাই এখানে চর্চাটা চালিয়ে নিতে হবে। ” দি মাস্টার” চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে বড় পর্দায় উপস্হাপন করতে চাই। তাকে এ চলচ্চিত্রের বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ চলচ্চিত্রটি নির্মান করব আমাদের জাতি গড়ার কারিগর বেসরকারী শিক্ষকদের জীবন কাহিনী অবলম্বনে।আশা করি আমি ” দি মাস্টার” ছবিটি সকল শ্রেনির মানুষ গ্রহন করবে, বিশেষ করে শিক্ষক ও ছাত্র যারা আছে তাদের কাছে বেশ জনপ্রিয় হবে।তাই দর্শকদের ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই।আপনারা সকলে আমার জন্মদিনে দোয়া করবেন যাতে ভবিষ্যতে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারি।
তরুন নির্মাতা জসিম উদ্দিন ইমন এর জন্মদিনে দর্শকদের উপহার দিলেন নাটক “ই টয়লেট “।
Wednesday, May 31, 2023