রামগঞ্জে ৫টি মন্দির ভাংচুর। মন্দির এলাকাজুড়ে প্রশাসনিক নিরাপত্তা। 

মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :কুমিল্লা মন্দিরে পবিত্র কোরআন শরিফ অপমান করার প্রতিবাদে বুধবার গভীররাতে রামগঞ্জ উপজোর ইছাপুর ইউনিয়নে ৫টি মন্দির ভাংচুর করেন।
বৃহস্পতিবার সকালে জেলাপ্রশাসক মো: আনোয়ার হোসেন আখন্দ, জেলাপুলিশ সুপার মো: কামরুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ ওসি মো: আনোয়ারা হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সূত্রে জানান বুধবার রাত ১২ টার পরেই টর্চ লাইট আলো দিয়ে ১৫/২০ জন অজ্ঞাত ব্যক্তি কর্কটেল বিস্ফোরণ করেন মন্দির প্রবেশ করেন। পরেই মন্দির ভাংচুর, পূজার সরঞ্জামাদি ভেঙ্গে চলে যান।
উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমির সাহা জানান দুর্বৃত্তরা দলগত ভাবে ১৫/২০ জন ককর্টেল বিস্ফোরণ করে আতংক করে শ্রীরামপুর সরকার বাড়ি,সৌন্দড়া স্বর্ণকার বাড়ি,মাষ্টার বাড়ি,উত্তর শ্রীরামপুর প্রিয় লাল মাষ্টার বাড়িতে মন্দির ভাংচুর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান মন্দির এলাকাজুড়ে প্রশাসনিক কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। আশাবাদী কোন বিশৃঙ্খলা হবে না। মন্দির ভাংচুর ঘটনায় জেলাপ্রশাসক,জেলা পুলিশ সুপার মহোদয় তদন্ত সাপেক্ষে অপরাধীদেরকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ