ভোলা প্রতিনিধি ॥ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ভোলায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কে-জাহান মার্কেটের সামনে সনাতন ধর্মালম্বীদের পূজা মন্ডপ ও মন্দিরে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, নারী নির্যাতন, পূজারী হত্যা, লুটপাট ও সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ’র আহ্বায়ক অবিনাশ নন্দী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, স্থানীয় দৈনিক আজকের ভোলা’র সম্পাদক মো: শওকত হোসেন, আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হালদার, নির্বাহী সদস্য শিপু কর্মকার, মদন মোহন মন্দিরের সভাপতি কানাই লাল বিপ্লর প্রমূখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে একটি মহল অশুভ উদ্দেশ্য নিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে। তাই এসব ঘটনার প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসাথে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষায় সকল ষরযন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ভোলায় সমাবেশ-মানববন্ধন
Wednesday, May 31, 2023