ভোলার বোরহানউদ্দিনে নৌকার প্রতিক পেলেন যারা

ভোলা প্রতিনিধি ॥ আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। রোববার (২১ নভেম্বর) দুপুরে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পক্ষিয়া ইউনিয়নে মোঃ আবুল কালাম, টবগী ইউনিয়নে মোঃ জসিম হাওলাদার, হাসান নগর ইউনিয়নে মোঃ আবেদ চৌধুরী, কুতুবা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান জোবায়েদ মিয়া, কাচিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আঃ রব কাজী, দেউলা ইউনিয়নে মোঃ শাহজাদা তালুকদার, বড়মানিকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার। আওয়ামী লীগের মনোনীত এই ৭ জন প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে লড়বেন।

আরও পড়ুন

Sunday, May 28, 2023

সর্বশেষ