সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি: “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এমনই প্রতিপাদ্য স্লোগানকে হৃদয়ে ধারণ করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন নন্দীগ্রাম তারুণ্যের ১৩তম পরিচ্ছন্ন ইভেন্ট সম্পন্ন হয়েছে। নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতার কার্যক্রমের মাধ্যমে ১৩তম পরিচ্ছন্ন ইভেন্ট সম্পন্ন করলো সংগঠনটি। মঙ্গলবার সকাল ১১:৩০ টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নূসরাতের উপস্থিতিতে উক্ত কার্যক্রম সম্পন্ন করে বিডি ক্লিন নন্দীগ্রাম। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার সাব ইন্সপেক্টর সুলতান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সকল শিক্ষক মন্ডলী। বিডি ক্লিন নন্দীগ্রামের ১৩তম পরিচ্ছন্ন ইভেন্টে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান ইউএনও শিফা নূসরাত। শপথ শেষে তিনি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বিডি ক্লিন এর কার্যক্রমকে স্বাগত জানান ও একাগ্রতা প্রকাশ করেন। নন্দীগ্রাম উপজেলায় পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে কাজ করেন সংগঠনটির উপজেলা সমন্ময়ক মোহাম্মদ রাকিব, সহ-সমন্ময়ক রুহুল আমিন, সিনিয়র সদস্য মমতাজ খাতুন, সাগর, সাকিল, ইমরান, শ্রাবন সহ সংগঠনটির সকল সেচ্ছাসেবী সদস্য। এসময় সেচ্ছাসেবী সদস্যদের হয়ে উপজেলা সমন্ময়ক মোহাম্মদ রাকিব বলেন, স্বপ্ন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’। যেখানে নাগরিক দায়িত্বে ই সচেতন হতে হবে আমাদের সবাইকে, পরিবর্তন করতে হবে আমাদের এই ময়লা ফেলার অভ্যাস। এ দেশ আমার, দায়িত্বও আমার। এমনই সুন্দর পরিচ্ছন্ন মানসিকতা সৃষ্টির লক্ষ্য সবাইকে আহবান জানিয়ে বিডি ক্লিন নন্দীগ্রাম এর ১৩তম পরিচ্ছন্ন ইভেন্ট শেষ করে সংগঠনটি।
নন্দীগ্রামে বিডি ক্লিন’র ১৩তম পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন, শপথ পাঠ করালেন ইউএনও
Wednesday, May 31, 2023