নন্দীগ্রাম উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তফশীল ঘোষনা

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি: আগামী ২৩ জানুয়ারি ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ১২ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম উপজেলা শাখার নির্বাচন কমিশন চেয়ারম্যান শফিউল আলম ছবি আ’লীগ নেতা- নেতাকর্মীদের উপস্থিতিতে এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ফরম উত্তোলন ১৬ ও ১৭ জানুয়ারি। ফরম জমাদান ১৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ জানুয়ারি। আর সম্মেলনে অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

ফরম উত্তোলনের সময় ও জমাদানের স্থান নির্ধারিত সময়ে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম উপজেলা শাখার দলীয় কার্যালয়।

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ