একদন্তে ইভটিজিং এর দৌরাত্ম বৃদ্ধি। অভিভাবকরা উদ্বিগ্ন।

আটঘরিয়া পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় ও ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের সামনে ইভটিজিং এর দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। স্কুল – কলেজ পড়ুয়া ছাত্রীদের বখাটে যুবকরা উত্যক্ত করায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই সব বিষয়ে প্রতিবাদ করায় গত ১০ রবিবার উক্ত কলেজের নৈশ প্রহরী মাহাতাব ও তার ভাগ্নে রিপন কে ( দ্বিতীয় বর্ষের ছাত্র) মারপিট করেছে একদন্ত বাজারের পাশ্ববর্তী আতাইকুলা থানার মৌগ্রামের কতিপয় চিহ্নিত বখাটে যুবকরা। প্রত্যক্ষদর্শী ও অভিভাবকরা জানান, ঐসব বখাটে যুবকরা প্রতিদিন চায়ের দোকানে সকাল নয়টা থেকে স্কুল কলেজ চলাকালীন সময়ে আড্ডা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চায়ের দোকান্দার জানান চা সিগারেট খায় এবং চায়ের দোকানে অস্ত্রসহ অবস্থান করে। তিনি আরো জানান এরা কিশোর গ্যাং এর সাথে জড়িত। কেউ কিছু প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয়। এব্যাপারে আটঘরিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং মৌগ্রামের দুজন বখাটে যুবককে ধরে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। অভিভাবকরা আরো জানান এ বিষয়ে বার বার স্কুলকলেজ কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েও কোন ব্যবস্থা হয়নি। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ