জলঢাকায় সরকারি কলেজ পরিদর্শন করলেন এমপি মেজর রানা

মোঃমশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় সরকারি ডিগ্রী কলেজ পরিদর্শন করেছেন নীলফামার ৩ আসনের সংসদ সদস্য মেজর(অঃ) রানা মোহাম্মদ সোহেল।

সোমবার (১ আগস্ট) দুপুরে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন এমপির নিকট কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাবনা তুলে ধরেন।

উন্নয়নমূলক প্রস্তাবনার অংশ হিসেবে কলেজের একাডেমিক ভবন নির্মাণ, প্রাচীর দেয়াল ও মসজিদ সংস্কারসহ অনার্স শাখার শিক্ষকদের এমপিও ভুক্তিকরণে এমপির সুদৃস্টি কামনা করেন।

পরে এমপি এসব উন্নয়নমূলক প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা রোকনুজ্জামান খোকন, কৈমারী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল হক বাবু, অধ্যাপক আকবর আলী, শামীম হোসেন প্রমূখ। এর আগে মেজর (অঃ) রানা মোহাম্মদ সোহেলকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কতৃপক্ষ।

আরও পড়ুন

Wednesday, May 31, 2023

সর্বশেষ