Shadow

মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচি উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইনিস্টিটিউট হলরুমে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর নির্বাচন কর্মকর্তা আফতাবুুুুজ্জামান, জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন, সৈয়দপুর নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম ও কিশোরগঞ্জ নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমু্খ। উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন বলেন ৩০ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ২৪ জন সুপারভাইজার ও ১৩২ জন তথ্যসংগ্রহকারী বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আরো বলেন ১/১/০৪ বা তার পুর্বে যাদের জন্ম হালনাগাদ কার্যক্রমে তারা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির লক্ষে নিবন্ধিত হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *