Shadow

অবিলম্বে পানির মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করুন – এনডিপি। 

প্রয়াস নিউজ ডেস্ক ঃ ঢাকা ওয়াসা কর্তৃক পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বিবৃতি দিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন,করোনা মহামারির মধ্যে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। এতে ক্ষুব্ধ হয়েছেন নগরবাসী। তারা বলছেন, করোনাকালে এমনিতেই অসহায় অবস্থায় আছেন সাধারণ মানুষ। এর মধ্যে পানির দাম বাড়ানোর বিষয়টি সত্যিই অমানবিক। ঢাকা ওয়াসার পক্ষ থেকে পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক। এটি গ্রাহকের ওপর এক ধরনের চাপিয়ে দেওয়া।

‘অনেক এলাকাতে মানুষ ওয়াসার পানি ঠিকমতো পায় না। নিরবচ্ছিন্ন পানি সরবরাহের দিকে ওয়াসার কোনো নজর নেই। আবার অনেক এলাকাতে ওয়াসার পানিতে দুর্গন্ধের অভিযোগ রয়েছেই। চলছে করোনাকাল, এতে অসহায় অবস্থার মধ্যে রয়েছে মানুষ। এ সময় এসে সাধারণ মানুষের কথা না ভেবে ঢাকা ওয়াসা তাদের পানির দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নিতে পারল? তাদের সেবার মানে প্রায় সব গ্রাহক অসন্তুষ্ট, সেবার মান না বাড়িয়ে বছর বছর তারা পানির দাম বাড়িয়েই যাচ্ছে। করোনাকালে অন্তত পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।পানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনবিরোধী হিসেবে আখ্যা দিয়ে ওয়াসার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলে সরকারের প্রতি জোর দাবি জানায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি ।
গত ১৩ মাসে এ নিয়ে তিন দফায় পানির দাম ২৭ শতাংশ বাড়াল ঢাকা ওয়াসা। কিন্তু দফায় দফায় পানির দাম বাড়ানোটা কতখানি যৌক্তিক, তা নিয়ে আমাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রে বসেই ঢাকার পানির দাম বাড়ালেন যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে পানির মূল্যবৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করার জন্য এনডিপি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *