Shadow

কবিতা “যখন তুই আমার নয়” কামরুন্নাহার বর্ষা।

যখন তুই আমার নয়

কামরুন্নাহার বর্ষা
__________________
যখন তুই আমার নয়!
তখন আকাশেও মেঘ জমবে
এক শিশির বিন্দু জল এসে গড়িয়ে পড়বে
অশ্রু সিক্ত নয়নে ,
যখন তুই আমার নয়!

যখন তুই আমার নয় !
তখন একটা অমাবস্যার রাত এসে
ঘনকালো আঁধারে ডেকে যাবে,
সেদিন রংধনুরাও আকাশ জুড়ে
মলিন হয়ে খসে পড়বে ,
যখন তুই আমার নয় !

যখন তুই আমার নয়!
তখন বউ পাখিটাও কথা বলতে ভুলে যাবে
লক্ষী পেঁচাটাও সেদিন অবিরাম ডাকতে শুরু করবে
কোন অনির্দিষ্ট কালের যাত্রায় ,
যখন তুই আমার নয় !

যখন তুই আমার নয়!
তখন পথ ভুলে যাবো পথিক
হয়তোবা অন্তিম শয়নে গড়গড় করে বলে যাবো
কিছু নির্বাক শব্দ ,
যেখানে আমার তোকে ছাড়াই একটা লাইন
শুধু ভালোবাসা ,
যখন তুই আমার নয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *