আগস্ট মানে
কামরুন্নাহার বর্ষা
আগস্ট মানে ভেসে আসা
শেখ মুজিবের মুখ ,
আগস্ট মানে কান্না ভেজা
কষ্টে ভরা বুক।
আগস্ট মানে হারানো সেই
প্রিয় নেতার হাসি ,
আগস্ট মানে টলমলে চোখ
কান্না রাশি রাশি।
আগস্ট মানে বাংলা কাঁদে
কাঁদে পথের ধুলি,
আগস্ট মানে মুজিব তোমায়
আজো যাইনি ভুলি ।
আগস্ট মানে স্বাধীনতার
চরম সত্য তুমি,
আগস্ট মানে ঝড়ের মুখে
শত কান্নার বুলি।