Shadow

শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেরপুর,প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “আন্ধারিয়া স্বপ্নের ঠিকানা গুচ্ছ গ্রামে” এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, কামারিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, শেরপুর জেলা জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৩য় লিংগের জন্য নির্মাণকৃত “আন্ধারিয়া স্বপ্নের ঠিকানা গুচ্ছ গ্রামে” গত দেড় মাস পূর্ব পর্যন্ত এখানে কাউকে উঠাতে পারেনি। আজ এ জায়গায় জন-কোলাহলে মুখরিত। তিনি হিজড়াদের জীবনমান উন্নত করতে ৮ লক্ষ টাকার অনুদান ও ঋণ তহবিলের ব্যবস্থা করেন। সেই সাথে ১টি এলইডি টেলিভিশন প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো জানান, হিজড়ারা সাংস্কৃতিক কর্মকান্ডেও বেশ পারদর্শী। তিনি আশা করেন যে, শেরপুর জেলাবাসী হিজড়াদের দ্বারা ভবিষ্যতে আর কোন হয়রানির শিকার হবেন না।

অনুষ্ঠানের শেষের দিকে এক মনমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *