Shadow

পল্লবীতে পুলিশি নির্যাতন ও মামলা ব্যবসা বন্ধের দাবী মানববন্ধন। 

স্টাফ রিপোর্টার : আজ ( রবিবার ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে রাজধানীর মিরপুর -১২ এর পূর্ণ কুর্মিটোলা বিহারী ক্যাম্পের বৃদ্ধ বাসিন্দা জরিন বেগমের সভাপতিত্বে সমাবেশ / মানববন্ধন হয়েছে । পল্লবী পুলিশ কর্তৃক মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়ে বিহারিরা এই কর্মসূচী পালন করেছে । গত ৩১.০৮.২০২১ ইং তারিখে বিকাল ৩ টায় বিহারী ক্যাম্পাসী জরিনা বেমের মেয়ে শাহজাদী বেগমের স্বামী রনিকে পল্লবী থানার এস আই সজিব রাফতার করে । রনি’র কাছে নেশা জাতীয় দ্রব্য বা বেআইনী কিছুই পায়নি পুলিশ । রনি’র মুক্তির জন্য এস আই সজিব জরিনা বেগমের পরিবারের নিকট নগল দু’লক্ষ টাকা দাবী করেন । মিরপুর -১১ এর “ শিলা মনি জুয়েলাস ” -এ স্বর্ণ বন্ধক রেখে এক লক্ষ টাকা পল্লবী থানার ৪ তলায় এস আই সজিব এর হাতে টাকা তুলে দেন জরিনা বেগমের মেয়ে পলি ও মনি । পরদিন অর্থাৎ গত ০১.০৯.২০২১ ইং সকালে সি এম এম কোর্ট ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্তিপান রনি । রনি জানেন না যে , কি কারণে তিনি আদালতে ২০০ টাকা জরিমানা দিয়েছেন । রনিবে গ্রেফতারের পর এস আই সজিব বলেছিলেন যে , “ দু’লক্ষ টাকা না দিলে রনিকে ৩০০ গ্রামের হিরােইন এর মামলা দিবাে ” । ঘটনার ১৫ দিন পর গত ১৫.০৯.২০২১ ইং তারিখে বৃদ্ধ জরিনা বেগমের মেয়ে ও রনির স্ত্রী শাহজাদী বেগম পুলিশের আইজি , পুলিশ কমিশন সহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষকে চাঁদাবাজী ও মামলা ব্যবসায় লিপ্ত এস আই সজিব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা দাবী করে আবেদন করেন অভিযােগের বিষয়টি জানতে পেরে এস আই সজিব ক্ষিপ্ত হয়ে শাহজাদীর ছােট দিনমজুৱ মােঃ মনুকে গত ১৭.০৯.২০২১ ইং দুপুরে মাদকের মনগড়া মামলায় গ্রেফতার করে । পল্লবীর এস আই রায়হান বাদী হয়ে মােঃ মনুকে ৫২ পিস ইয়াবা দিয়ে মাদকের মামলা দিয়েছে । মামলা নং- ৭৯ ( ৯ ) ২১ , তাং- ১৭.০৯.২০২১ । মানববন্ধনে বক্তারা থানায় মনুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ করেছেন । তারা বলেছেন যে , নির্যাতন করে পুলিশ পরিবারের সকলনে মাদক ব্যবসায়ীরূপে চিহ্নিত করতে ঋীকারােক্তি আদায়ের আপ্রাণ চেষ্টা করছে । পুলিশ স্থানীয় সন্ত্রাসী ও দালাল লেলিয়ে দিয়েছে অভিযােগকার নাহজাদীকে ধরে আনার জন্য । মনুকে পুলিশের নির্যাতন হতে উদ্ধার ও মিথ্যা মামলা হতে রক্ষার জন্য মিরপুর বিভাগের উপ – পুলিশ কমিশনার মাহতাব উদ্দীনকে ফোন করে কোন প্রতিকার পাননি বলে মানববন্ধনে শাহজাদী অভিযােগ করেন ।। মানববন্ধনে বক্তারা বলেন , পল্লবী পুলিশ , সাের্স ও দালালদের অপকর্মের আখড়ায় পরিনত হয়েছে মিরপুর -১০ , ১১ , ১২ এর বিহারী ক্যাম্প বুন্তি । নির্দিষ্ট মানুষকে ধরে মাদক মামলার ভয় দেখিয়ে প্রতি সপ্তাহে , কোটি কোটি টাকা আদায় করছে পুলিশের কতিপয় সদস্য । বক্তারা আরও বলেন যে , প্রায় ২ কোটি টাকা খরচ করে গত ফেব্রুয়ারী মাসে বিয়ে করেছে বিহারী ক্যাম্পের মাদকের যােগানদাতা এস আ সজিব । এস আই সজিবকে বর্ণ বিদ্বেষী বলে দাবী করেন বক্তরা । মনু’র বিরুদ্ধে দায়েরকতু মিথ্যা মামলা প্রত্যাহার ও এস আই সক্সি । বায়হানকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন বিহারী ক্যাম্পবাসীগন । “ পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে পল্লবীর চাঁদাবাজ এস আই সজিব চক্রকে গ্রেফতারের দাবীতে অনুষ্ঠিত প্রেসক্লাবের মানববন্ধী আরও বক্তব্য রাখেন ওমর ফারুক , রনি , পলি , মনি প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *