Shadow

আটঘরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে দুর্গাপূজা উৎযাপন চলছে। 

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সারা দেশের মতো পাবনার আটঘরিয়ায় ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মী উৎসব শারদীয় দুর্গাপূজা। আটঘরিয়া পৌরসভাসহ ৫ টি ইউনিয়নের মোট ১৫ টি পূজা মন্ডুপে এ পূজা উৎযাপন অনুষ্ঠিত হচ্ছে।

এ পূজা মন্ডুপ গুলো হলো আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃ মন্দির আটঘরিয়া থানা পাড়া,উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির উত্তরচক, উত্তরচক কেন্দ্রীয় ঠাকুর বাড়ি কালি মন্দির, আটঘরিয়া পৌর কেন্দ্রীয় কালি মন্দির দেবোত্তর,খিদিরপুর ডাঙ্গাপাড়া দূর্গা মন্দির, শ্রী শ্রী শারদীয় দূর্গা মন্দির খিদিরপুর দক্ষিণ পাড়া, বাঁচামারা দূগা মন্দির চাঁদভা,গোড়রী বারোয়ারী দূর্গা মন্দির দেবোত্তর, আদি দূর্গা মন্দির গোড়রী দেবোত্তর, একদন্ত বারোয়ারী দূর্গা মন্দীর একদন্ত, লক্ষীপুর দূর্গা মন্দির লক্ষীপুর, শ্রীপুর হালদার পাড়া মন্দির, কৌজুরী গোবিন্দ মন্দির, লক্ষীপুর কানাইলাল রায়বাটিস্থ মন্দি,শিবপুর কাদিমবগর্দী বারোয়ারী দূর্গা মন্দির।

এ নিয়ে উপজেলার সর্বত্র সাজ সাজ ভাব। পূজা মন্ডপ ও এর আশপাশের এলাকায় বর্ণিল এ উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের চরম ব্যস্থতা ।

অন্যদিকে প্রতিমাগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে প্রতিমা শিল্পীরা। এদিকে উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্র-নিরোদ কর্মকার (নিরু) জানান, এ বছর উপজেলার মোট ১৫টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইতিমধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু বলেছিলেন , শারদীয় দুর্গাপূূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও সর্বত্র মাঠে থাকবে । আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেছেন, উপজেলার সকল পূজা মন্ডপগুলোর নিরাপত্তা বিধানে আটঘরিয়া থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১১অক্টোবর ২০২১ থেকে ১৫ অক্টোবর ২০২১ বিজয়া দশমী পর্যন্ত পূজা মন্ডপগুলোতে পুলিশের টহল চলবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *