Shadow

কবিতা

কানা মাছি    ।

কানা মাছি ।

কবিতা, শিক্ষাঙ্গন
কানা মাছি হাফিজা আকতার সাথী তোমাকে ছারা আজ আমি বেশ ভালো আছি সারাটা জীবন খেলেছো কানা মাছি, কি এমন চেয়েছি, তোমার মনে আছে বুকে কান পেতে শুনিয়েছি। তোমাকে কতো ভালো বাসি হাজারো দিয়েছি, প্রমান প্রতি নিওতো করেছ ফান পেম দহনে পুরে দিএছো দেহ, মন প্রান, আজো কি তোমার সাদ মেটেনি, আর কি চাও, ভালো তো বাসনি, নিজের হাতে এক পিয়ালা বিশ জদি দাও হাঁসি মুখে করবো পান, চাও দজি ভালো বাসার দুয়ারে লুটাবো, সাদের প্রান,, বল আর কি চাও সবি তো দিলাম, কি আর আছে বাকি, যে দিন উরে জাবে অবহেলিতো এই প্রান পাখি। বলবে তোমার আখিঁ, পাহারের বুক বিজিয়ে বলবে এসে ঝরনা তোমারি ছিলাম আমি পরনা, দুংখ রোয়...
কবিতা

কবিতা

কবিতা, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
শেষ শব্দটুকু হতে চাই শিমু আক্তার 17 /6 /2019 তোমার জীবনে আমি , প্রথম নারী হতে চাইনা. তোমার জীবনে আমি, প্রথম ভালোবাসা হতে চাই না . তোমার জীবনে আমি, প্রথম দেখা হতে চাই না. তোমার জীবনে আমি, প্রথম ভালো লাগা হতে চাই না. তোমার জীবনে আমি, প্রথম গল্প হতে চাই না . তোমার জীবনে আমি, প্রথম কবিতা হতে চাই না. তোমার জীবনে আমি, প্রথম সুর হতে চাই না. তোমার জীবনে আমি, প্রথম গান হতে চাই না তোমার জীবনে আমি, কেবল ই , শেষ শব্দটুকু হতে চাই? তোমার শেষ সময়ের সঙ্গী হতে চাই? যেখানে হারানোর কোন ভয় নেই!! আমি জানি,তুমি আঁকড়ে ধরে বাঁচতে চাইলে আমায়!! তাইতো আমি তোমার শেষ শব্দটুকু হতে চাই?? তোমার ভালোবাসা...
বালুচর।

বালুচর।

কবিতা, শিক্ষাঙ্গন
বালুচর শিমু আক্তার স্বপ্ন হারিয়ে গেছে গহীন বালুচরে তবুও মন চায় তারে ভালবাসতে মানে না বাধা কোনো শোনে না বারন মন আমার কেন যে হল এমন সে যে এক বয়ে যাওয়া নদীর মতন চাই আলো আঁধারে আরো কাছে পেতে সে যে আছে বহু দূরে অন্য কারো বুকে যত ভাবি ভুলে যাব তত মনে পড়ে সে যে দখল করেছে অন্তর জমিনে কি করে বল ভুলবো তোমায় রয়েছো তুমি মোর হৃদয়ের আঙ্গিনায়...
কবিতা

কবিতা

অন্যান্য সংবাদ, কবিতা, শিক্ষাঙ্গন
লুকোচুরি ভালোবাসা শিমু আক্তার 4/6/2019 চুপিসারে চুপিসারে কে যেন ডাকে মোরে আধার হলে যেন, পূর্ণিমার চাঁদ ওঠে ওই দূর আকাশের. ছায়া হয়ে থাকে পাশে যায়না ছোঁয়া তারে চুপিসারে চুপিসারে কে যেন ডাকে মোরে নিশি রাতের নির্জনে কে বাজায় বাঁশি মধুর সুরে বাঁশির সুরে বিভোর হয়ে ঘরে থাকা দায় পড়েছে. চুপিসারে চুপিসারে কে যেন ডাকে মোরে কে তুমি কে কেন থাকো আরালে ভালোবাসার আবছায়ায় কেন ভাসাও মোরে তবে কি ভালোবাসা লুকোচুরি খেলা করে...
ঈদ আনন্দ

ঈদ আনন্দ

অন্যান্য সংবাদ, কবিতা, গ্রাম বাংলা, শিক্ষাঙ্গন
ঈদ আনন্দ শিমু আক্তার 3/6/2019 ঈদ ঈদ ঈদ . ঈদ মানে আনন্দে শামিল হওয়া. ঈদ মানে দুঃখ বেদনা ভুলে ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়া ঈদ এলেই বাঙালির ঘরে ঘরে . বয়ে যায় অবিরাম সুখের বন্যা. নাইবা থাকুক পকেট ভর্তি টাকা. নাই বা থাকুক নতুন পাঞ্জাবি আর জামা. নাই বা থাকুক হরেক রকম সেমাই . আর বাহারি পিঠা. বছর ঘুরে এলে যেন মনের বাগানে দিয়ে যায় দোলা. নাই ভেদাভেদ ধনী-গরীব, একই মাঠে মেলা. নামাজ শেষে করছে সবাই কোলাকুলির খেলা....

ছূতে চায় মন।

কবিতা, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
স্বপ্নগুলো তোমায় ছুঁতে চায়. তোমার মায়াজালে বন্দী হতে চায়. তোমায় ভালোবেসে রাখবো বুকে আগলে.. খুব যত্নের রাখবো তোমায় , দুঃখ যেন না ছুঁতে পায়.. তোমার মনের আকাশ খোলা রেখো... আমি মেঘের মতো এপার ওপার ভাসবো.. চাওয়া পাওয়া গুলো রঙিন সুতায় বেঁধে নীল আকাশের বুকে দিলাম উড়িয়ে. ইচ্ছে হলে খোলা চিঠি দিতে পারো তুমি.. লিখতে পারো মনের যত কথা. আমি পড়ে নেব নিশি রাতে,, বকুল তলায় বসে.... _________সিমু আক্তার 20/5/2019...
চাঁদ কন্যা ।

চাঁদ কন্যা ।

অন্যান্য সংবাদ, কবিতা, নারী ও শিশু, মানবাধিকার, শিক্ষাঙ্গন
চাঁদ কন্যা শিমু আক্তার জানিনা তুমি কার ঘরের আলো হয়ে জ্বলবে জানিনা তুমি কার চোখে কাজল হয়ে রবে জাজানিনা তুমি কার মেঘলা আকাশে, রুদ্র হয়ে উঠবে জানিনা তুমি কার তুমি কার তৃষ্ণার্ত মনের তৃষ্ণা মিটাবে জানিনা তুমি কার কান্না ভেজা চোখে , এক চিলতে হাসি হয়ে ফুটবে জানিনা তুমি কার বাগানের ফুল হয়ে সুবাস ছড়াবে. জানিনা তুমি কার ,ভাঙ্গা ঘরে পূর্ণিমার চাঁদ হয়ে যাবে. তোমার এ হাসিতে হার মেনেছে রূপকথার পরি তুমি সর্বোপরি... তোমার তুলনা তুমি অবশেষে মনকে প্রশ্ন করি হে ভাগ্যবতী চাঁদ কন্যা তুমি... বারবার মনে প্রশ্ন জাগে আমার.. তোমাকে পাওয়ার ভাগ্য টা কার ?...
খোলা আকাশ  চাই।

খোলা আকাশ চাই।

কবিতা, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
খোলাআকাশ চাই? একটা খোলা আকাশ চাই? যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারব. একটা খোলার সবুজ মাঠ চাই? যেখানে স্বাধীনভাবে ছোটাছুটি করব. একটা ফুলের বাগান চাই যেখানে মৌমাছি হয়ে ডালে ডালে উড়ে ফুলের মধু আহরণ করব একটা বিশাল সমুদ্র চাই? যার ঢেউয়ে ঢেউয়ে দুঃখ গুলো মন থেকে হারিয়ে যাবে অনেক দূরে. একটা ঝর্ণাধারা চাই? যার ঝর্নার বর্ষণে অশ্রু গুলো মুছে যাবে. দূর আকাশের বুকে রংধনু চাই? যার সাত রং দেখে , মনের সুখই হারিয়ে যাই. প্রজাপতির মতো দুটো ডানা চাই? উড়ে উড়ে তোমার পাশে ঘুরে বেড়ায়. _____________ শিমু আক্তার...
তুমি ভাল থেকো।

তুমি ভাল থেকো।

কবিতা, শিক্ষাঙ্গন
তুমি ভাল থেকো শিমু আক্তার হয়তো আর কোনদিন আমি খুঁজবো না তোমায় হৃদয়ের মনি কোঠায় অনেক যত্ন করে ভালোবেসে ছিলাম বুকে আগলে রেখেছিলাম ভালোবেসে বলিদান দিয়েছিলাম নিজেকে ভেবেছিলাম তুমি তো আছো রক্ষা করবে হয়তো আমাকে ভাবনায় ভুল ছিল আমার প্রিয় তুমি হয়েছিল অন্য কারো হও নি তো আমার যতটুকু ছিল তোমার সবটুকু ছিল ছলনাতে ভরা কতটা বোকা ছিলাম বুঝতে পারিনি তোমার মুখের ভাষা তোমায় দেখে রঙিন স্বপ্ন এঁকে ছিলাম নীল আকাশের বুকে স্বপ্ন গুলো উড়ে গেল কাল বৈশাখী ঝরে তুমি এখন রঙিন স্বপ্ন অন্য কারো চোখে আমি না হয় ভুলে যাবো দুঃস্বপ্ন ভেবে তবুও তুমি ভালো থেকো অন্য কারো বুকে...
যখন আমি থাকবোনা।

যখন আমি থাকবোনা।

কবিতা, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
যখন আমি থাকবোনা শিমু আক্তার যখন আমি হারিয়ে যাবো দূর পাহাড়ের দেশে আমায় তুমি খুজে পাবে সূর্যাস্তের মাঝে যখন নিঃসঙ্গ লাগবে স্মরণ করো আমায় ছায়া হয়ে সঙ্গ দেবো তোমায় যখন অনেক রোদ্দুর মাঝে ঘাম ঝরবে গায়ে শীতল বাতাস হয়ে আমি মিশবো তোমার গায়ে যখন পড়বে আমায় মনে, আকাশ পানে চেয়ে দেখো জ্বলছি তারা হয়ে যখন তুমি ছটফট করবে চিন্তিত হয়ে তোমার মাথায় হাত বুলাবো অনেক যত্ন করে দুঃখগুলো যাবে চলে আমার ছোঁয়া পেলে।...