মায়ের ভাষা
কামরুন্নাহার বর্ষা
বাংলা আমার মায়ের ভাষা
প্রাণের ভাষা প্রিয়,
এই ভাষাতেই সালাম জানাই
শহীদ ভাইয়েরা নিও।
এই ভাষাটি রক্তে মাখা
বায়ান্নের সেই দিন,
বাংলা আমার মাতৃভাষা
একুশ মধুর বীণ।
একুশ আসে ফেব্রুয়ারির
প্রভাত নগ্ন পায়,
শ্রদ্ধা জানায় লক্ষ মানুষ
শহীদ মিনার যায়।