Shadow

“সাধ্যের মধ্যে সেরা’ খুঁজতে দোকান গুলোতে ভিড়, বিক্রিও রমরমা

কমলনগর, লক্কগ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রান কেন্দ্র হাজিরহাট বাজারের সকল দোকান গুলোতে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ব্যবসায়ীদের বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। ব্যবসায়ীদের এখন নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের সমাগম তত বেড়েই চলছে , বাড়ছে বেচাকেনা।

দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। তাই ক্রয়ক্ষমতাও তাদের কমে আসে। দুবছরের মাথায় করোনা নিয়ন্ত্রণে চলে আসায় ঘুরে দাড়াচ্ছে সব শ্রেণির নাগরিকরা। তাই এবারের ঈদে কেনাকাটার পরিমাণও বাড়বে বলে আশা করা হচ্ছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্যবসায়ীরাও দুবছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন।

কেমন চলছে করোনা পরবর্তী সময়ে গ্রামে থাকা সাধারণ মানুষের ঈদ কেনাকাটা, বেশ কিছু দোকানে লখ্য করা গেছে, ক্রেতারা নিজ নিজ সাধ্যের মধ্যে ভালো পণ্যটা কিনতে ভিড় করছেন। তবে এবার পণ্যের দামও গত কয়েক বছরের তুলনায় অনেক বেড়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

কয়েকটি দোকানে ঘুরে দেখা গেছে, ঈদকে ঘিরে ক্রেতাদের সমাগম ও বেচাবিক্রি হচ্ছে খুব ভালো। এতে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ২৮ রমজান পার হয়ে গেছে। বাকি কয়েক দিন বিক্রি আরও বাড়বে। তাই নতুন নতুন পোশাকের পসরা সাজিয়ে রাখা হয়েছে।

হাজিরহাট কামাল স্টোরের স্বত্তাধিকারি কামাল হোসেন বলেন, ‘রমজানের শুরুতে বেচাবিক্রি তেমন হয়নি। কিন্তু চলতি সপ্তাহে বেশ ভালো বিক্রি হচ্ছে। আশা করি সামনে আরও বাড়বে। কাস্টমারও দিনদিন বাড়ছে।’ উপজেলার তোরাবগঞ্জ,করইতোলা,চর লরেঞ্চ ও উপজেলার প্রান কেন্দ্র হাজিরহাট বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য কিনছেন। কোন দোকানে ঢুকে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। ধাক্কাধাক্কি করে কেনাকাটা করতে হচ্ছে। তীব্র গরমকে উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতায় এখন মুখরীত ।