Shadow

কমলনগরে পরীক্ষার ৫০%করোনা পজেটিভ।

আব্দুল্লাহ আল মামুন ,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে লকডাউনে দ্বিতীয় দিনে করোনার নমুনা পরীক্ষায় ৫০% কোভিট-১৯ করোনা পজেটিভ পাওয়া যায়।

গত ৫ এপ্রিল কোভিট-১৯ করোনা মহামারির পার্দুভাবে লকডাউন ঘোষণা করেছে সরকার।

এর পুর্বে গত ১ এপ্রিল ১৪ জনের সংগ্রহ করা করোনার নমুনা থেকে আজ ৬ এপ্রিল লকডাউনের দ্বিতীয় দিনে আসা করোনার ফলাফল এসে দাড়িয়েছে ৭ সাত জন পজেটিভ ।

এদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছে।
পজেটিভদের মধ্যে কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়ন ১ জন, হাজিরহাট ইউনিয়ন ৪ জন এবং রামগতির ০২ জন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সাস্থ্য ও পরিবার ক র্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।