Shadow

চিরিরবন্দরে সৌর পাম্প স্থাপনের বিষয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা। 

মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধিঃ
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে সরকার কর্তৃক গৃহীত সৌর বিদ্যুৎ চালিত পাম্প এর মাধ্যমে কৃষি সেচ প্রকল্পের আওতায় সহজ কিস্তিতে সৌর পাম্প স্থাপনের বিষয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি, গ্রাহক নির্বাচন, গ্রাহক উদ্বুদ্ধকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর রবিবার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ আয়োজনে উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চিরিরবন্দর যোনাল অফিসের ডেপুটি যোনাল ম্যানেজার মোঃ আব্দুল কাদের এর সঞ্চালোচনায় আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা এর পরিচালক (মনিটরিং ও ব্যবস্থাপনা পরিদপ্তর) বিধান রঞ্জন বৈশ্য।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এমএস) মোঃ শাহিদুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ২ শতাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।