নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলায় স্বপ্নতরী মানবিক ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় আন্ডার চর বুদ্ধিনগর বাজার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্বপ্নতরী মানবিক ফাউন্ডেশন সভাপতি মোঃমোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, আন্ডার চর ইউপি চেয়ারম্যান মোঃজসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব হারুনুর অর রশিদ প্রধান শিক্ষক শান্তির হাট উচ্চ বিদ্যালয়, কাজী হাসান মাহমুদ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, পল্লী চিকিৎসক মোঃইব্রাহিম হাওলাদার মোঃ মাইন উদ্দিন মোঃ মানিক মাহফুজুর রহমান মোঃ জাফর মোঃসিরাজুল ইসলাম সহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এম.এ. হান্নান মিয়া দৈনিক সকালের সময় প্রতিনিধি ওস্বপ্নতরী মানবিক ফাউন্ডেশন এর সম্পাদকীয় সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তরা বলেন, স্বপ্নতরী মানবিক ফাউন্ডেশন সর্বদা মানবিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা আশা করবো ভবিষ্যতেও আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবেন, প্রশাসন আপনাদের সহযোগীতায় থাকবে ইনশাআল্লাহ।