ভোলা প্রতিনিধি ॥ ভোলার উপশহর বাংলাবাজারে অবস্থিত বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মায়ের নামে প্রতিষ্ঠিত ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা ও শিক্ষানুরাগী মোঃ কামাল হোসেন গত ০১/০১/২০১৭ ইং তারিখে তাকে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহ্জাহান এর মায়ের নামে প্রতিষ্ঠিত মাসুমা খানম বালিকা দাখিল মাদ্রাসার সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে শিক্ষা মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছেন।
বাংলাবাজার ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আক্তার জানান, কামাল হোসেন আমাদের বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর থেকেই ছাত্র/ছাত্রীদের শিক্ষা মান উন্নয়ন এবং প্রতিষ্ঠান উন্নয়নে ব্যাপক কর্মকান্ড হাতে নিয়েছেন। ইতিমধ্যে তিনি এ বছরে এ+ পাওয়া ছাত্র/ছাত্রীদেরকে পুরষ্কৃত করেছেন। ছাত্র/ছাত্রীদের খেলাধুলার জন্য একটি বাগান তৈরি করেছেন। আরো একটি বাঘান তৈরির প্রক্রিয়া রয়েছে। ছাত্র/ছাত্রীদের দেয়াল লিখনের জন্য দেয়ালে রং সাটিয়েছেন। তিনি সভাপতি থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানের আরো অগ্রযাত্রা অব্যাহত থাকবে এমনটাই আমরা দৃঢ় ভাবে আশা করছি।