দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী পদে থাকবেন কি না সেই সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা : মাহবুবে আলম
ঢাকা প্রতিনিধি : আদালত অবমাননার মামলায় দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী আর পদে থাকতে পারবেন কি না সেই সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল বিভাগ দুই মন্ত্রীর দণ্ড ঘোষণার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা আছে বলে আমার মনে হয় না। কাজেই এ বিষয়ে মন্ত্রিসভাই সিদ্ধান্ত নেবে। এর আগে আজ রবিবার সকালে আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাজা দিয়েছেন আপিল বিভাগ। দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে ভবিষ্যতে আরও কঠোর সাজা দেয়ার কথাও জানিয়েছে আপিল বিভাগ। জরিমানার এই টাকা কিডনি ফাউন্ডেশন অথবা ইসলামিয়া চক্ষু হাসপাতালে দিতে হবে। গত ...