কমলনগরে ৩(তিন) ব্যাবসায়ির জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।
মো: ইউনুছ, কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রান কেন্দ্র হাজিরহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালীত হয় ।
আজ ০৬/০৩/২০২২ ইং রোজ রবিবার ৪(চার) ঘটিকার সময় সরকারের নিয়ম বহির্ভুত ছোয়াবিন তৈল,এলপি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পন্য বেশী মুল্যে বিক্রি করায় ৩(তিন) ব্যাবসায়ির জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার( ভুমি) পুদম পুস্প চাকমা । তিনি বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে নাসির স্টোর- ৭০০০(সাত হাজার),চৌধুরি স্টোর-৭০০০(সাত হাজার) এবং ফয়সল স্টোর-৭০০০(সাত হাজার) টাকা জরিমানা করা করেন। জানা যায়, ফয়সল স্টোরের ফয়সল জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার থেকে জরিমানা কমিয়ে ২০০০(দুই হাজার) টাকা আদায় করা হয়।
বাজারের ক্রেতা ও জন সাধারন জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অনেক ব্যাবসায়ি দোকান ...